প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৫ , ৭:৫৭:২৫ প্রিন্ট সংস্করণ
নাটোরের লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের নির্দেশে ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে ২শ দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই শীতবস্ত্র দেওয়া হয়। ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আরোশ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মুনছুর রহমান, বিএনপির নেতা ও ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম, মালয়েশিয়া প্রবাসী বিএনপির নেতা হাবিবুর রহমান বাশার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মায়নুল হক বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আসলাম আলী, সদস্য সচিব সাজ্জাদ হোসেন বিষু প্রমুখ।