প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:১৪:৫৭ প্রিন্ট সংস্করণ
নাটোরের লালপুরে রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠ চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠনে রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: রোজীনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, (অর্জুনপুর-বরমহাটী) ইউপি চেয়ারম্যান গোলাম মস্তোফা আসলাম, বিএনপি নেতা আমিনুল ইসলাম বুদ্দু অত্র পতিষ্ঠানের শিক্ষক, কর্মচারি, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।