প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৩৬:১৩ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ ৫টি ইটভাটাকে ২২ লাখ টাকা জরিমানা ও ২টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে এবং একটি ইটভাটাকে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার চরম্বায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন।
গুঁড়িয়ে দেয়া ইটভাটাগুলো হলো মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস (ঘইক) ও মেসার্স মা ব্রিকস (গঅই)। জরিমানা করা হয়েছে মেসার্স শাহ আমানত ব্রিকসকে (ঝগই) ৫ লাখ টাকা, মেসার্স পদ্মা ব্রিকসকে (চইগ) ৭ লাখ টাকা, মেসার্স খাজা ব্রিকসকে (কইগ) ৫ লাখ টাকা, মেসার্স শাহ মজিদিয়া ব্রিকসকে (গইগ) ৫ লাখ টাকা। এছাড়া মেসার্স এএইচ ব্রিকসসহ সকল ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন ও পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল। এছাড়া অভিযানে সেনাবাহিনী, র্যাব, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন।