চট্টগ্রাম

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ৫

  প্রতিনিধি ২২ জুন ২০২৪ , ৬:৫৯:০৪ প্রিন্ট সংস্করণ

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ৫

চট্টগ্রামের লোহাগাড়ার আমিবাবাদে প্রাইভেটকারের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। শনিবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বার আউলিয়া কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখি প্রাইভেটকারের সাথে বিপরীতমুখি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ অটোরিকশায় থাকা ৫ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মুহাম্মদ এরফান জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশা জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

আরও খবর

Sponsered content