চট্টগ্রাম

লোহাগাড়া আ.লীগ সভাপতি খোরশেদ গ্রেপ্তার

  প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:১৭:১৫ প্রিন্ট সংস্করণ

লোহাগাড়া আ.লীগ সভাপতি খোরশেদ গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী (৬০) গ্রেপ্তার হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার আধুনগর ইউনিয়নের জমিদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া খোরশেদ ওই এলাকার মৃত বেলায়েত হোসেন চৌধুরীর ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমান বলেন, “ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জুলাই-আগস্টে সংঘটিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য রয়েছে। তিনি লোহাগাড়া থানায় দায়েরকৃত তিনটি মামলার এজাহার নামীয় আসামী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

আরও খবর

Sponsered content