দেশজুড়ে

দিনাজপুরে খাদ্যসামগ্রী বিতরণ

  প্রতিনিধি ১৭ মে ২০২০ , ৭:৩৫:৫৫ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, লক্ষ কোটি মানুষ আজ বেকার। তাদের কোন কাজ নেই। সরকার সীমিত সামর্থের মধ্যে সাধ্যমত চেষ্টা করে এই অসহায় মানুষগুলিকে খাদ্য সহায়তা প্রদান করছেন। ১০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা দিচ্ছেন। ৫০ লাখ পরিবারকে ২৫০০ টাকা করে দিয়েছেন। কৃষক ও ফল চাষীরা যাতে তাদের পণ্যের ন্যায্যমূল্য পায় সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। রবিবার দিনাজপুর শহরের নাজমা রহিম ফাউন্ডেশনে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া হিজড়া সম্প্রদায় (তৃতীয় লিঙ্গ) এর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ

আরও খবর

Sponsered content

Powered by