বাংলাদেশ

শনিবার ইসি গঠন আইন নিয়ে জাপার সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২২ , ৬:৩২:১১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

নির্বাচন কমিশন (ইসি) গঠন আইন নিয়ে দলীয় অবস্থা তুলে ধরতে সংবাদ সম্মেলনে ডেকেছে জাতীয় পার্টি (জাপা)। শনিবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরবেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, আগামীকাল (শনিবার) বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ বিল-২০২২ বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি।

এছাড়া সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

এর আগে সকালে জিএম কাদের জানান, করোনা আক্রান্ত হওয়ার কারণে ইসি গঠন আইন নিয়ে দলীয় অবস্থা তুলে ধরতে পারেননি। আজ তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই আগামীকাল (শনিবার) সংবাদ সম্মেলনে এ আইন নিয়ে দলীয় অবস্থা জানাবেন তারা।

ধারণা করা হচ্ছে ইসি গঠন আইনের কিছু ধারা নিয়ে তাদের আপত্তির বিষয়টি সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। বিশেষত ফৌজদারি অপরাধ দণ্ডিত ব্যক্তি সিইসি হতে পারবে বলে যে ধারা রয়েছে সেখানে জাপার আপত্তি রয়েছে। এছাড়া আইনের আরও কিছু ধারা নিয়ে জাপার আপত্তি রয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) গঠন আইন নিয়ে দলীয় অবস্থা তুলে ধরতে সংবাদ সম্মেলনে ডেকেছে জাতীয় পার্টি (জাপা)। শনিবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরবেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, আগামীকাল (শনিবার) বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ বিল-২০২২ বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি।

এছাড়া সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

এর আগে সকালে জিএম কাদের জানান, করোনা আক্রান্ত হওয়ার কারণে ইসি গঠন আইন নিয়ে দলীয় অবস্থা তুলে ধরতে পারেননি। আজ তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই আগামীকাল (শনিবার) সংবাদ সম্মেলনে এ আইন নিয়ে দলীয় অবস্থা জানাবেন তারা।

ধারণা করা হচ্ছে ইসি গঠন আইনের কিছু ধারা নিয়ে তাদের আপত্তির বিষয়টি সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। বিশেষত ফৌজদারি অপরাধ দণ্ডিত ব্যক্তি সিইসি হতে পারবে বলে যে ধারা রয়েছে সেখানে জাপার আপত্তি রয়েছে। এছাড়া আইনের আরও কিছু ধারা নিয়ে জাপার আপত্তি রয়েছে।

 

আরও খবর

Sponsered content