প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৪ , ৮:২৪:১৫ প্রিন্ট সংস্করণ
আগামী ৪ জানুয়ারী শনিবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৫। টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরতে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজক কমিটি কতৃক আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
টুর্ণামেন্ট কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবেবর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্ল্যা, সদস্য সচিব নাজিমুর রহমান ও টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব আহমেদুল আলম রাসেল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্ণামেন্টের আর্কষনীয় এই ম্যাচে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে গঠিত লাল দল এবং উত্তর জেলা নিয়ে গঠিত সবুজ দলের হয়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা মাঠে নামবে। খেলার পূর্বে মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে দেশ বরেণ্য সংগীত শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। দুই জানুয়ারী বিকেলে টুর্নামেন্টকে সামনে রেখে বিশাল র্যালী অনুষ্ঠিত হবে।