চট্টগ্রাম

শনিবার চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হবে পঞ্চম এসএমই ফেয়ার

  প্রতিনিধি ১১ মে ২০২৩ , ৮:০৬:১১ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শনিবার (১৩ মে) শুরু হচ্ছে চার দিনব্যাপী পঞ্চম এসএমই ফেয়ার। চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এ মেলার আয়োজন করছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ৫০ প্রতিষ্ঠানের ৬০টি স্টল থাকবে।

শনিবার সকাল ১১টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী এবং উদ্বোধক হিসেবে থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক এবিএম জহুরুল হুদা এবং এসএমই ফাউন্ডেশনের এমডি ড. মো. মফিজুর রহমান।

বৃহস্পতিবার (১১ মে) বেলা ১১টায় আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক একেএম আকতার হোসেন, অহীদ সিরাজ চৌধুরী স্বপন প্রমুখ।