ঢাকা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা

  প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:২৫:৩১ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি)
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
শেখ জোবায়ের আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মো. আজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো.মোহাইমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম ইমাম রাজী টুলু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষার্থী এ প্রস্তুতিমূলক সভায় অংশ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content