আন্তর্জাতিক

সৌদি আরবে ১৭ হাজার অবৈধ প্রবাসী আটক

  প্রতিনিধি ২৭ মার্চ ২০২৩ , ৮:৫৮:৪৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

গেল এক সপ্তাহে প্রায় ১৭ হাজার অবৈধ প্রবাসীকে আটক করেছে সৌদি আরব। দেশটির আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। খালিজ টাইমস জানায়, রেসিডেন্সি, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে তাদের আটক করা হয়েছে।

খালিজ টাইমস জানায়, রেসিডেন্সি, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে তাদের আটক করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধ সংঘটিত করে পালানোর চেষ্টাকারী এবং অপরাধীদের সহায়তা করার সময় বেশ কয়েকজনকে হাতেনাতে ধরা হয়েছে।  এ ছাড়া সৌদি থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় আটক হন অনেকে।  সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ১৬ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত রেসিডেন্সি আইন ভঙ্গ করায় ৯ হাজার ২৫৯ জনকে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবের প্রবেশের চেষ্টাকালে ৪ হাজার ৮৯৯ জনকে এবং শ্রম-সংক্রান্ত বিষয় নিয়ে ২ হাজার ৪৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। সতর্ক করে দিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যারা সৌদিতে অবৈধ প্রবেশে সহায়তা করবেন, আইন ভঙ্গকারীদের সহায়তা ও আশ্রয় দেবেন তাদের জন্য রয়েছে কড়া শাস্তি। তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড অথবা ১০ লাখ রিয়াল জরিমানা অথবা গাড়ি ও সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে।

আরও খবর

Sponsered content

Powered by