চট্টগ্রাম

শাটডাউন সংঘর্ষে চট্টগ্রামে দুইজন নিহত

  প্রতিনিধি ১৮ জুলাই ২০২৪ , ৮:০৫:০৩ প্রিন্ট সংস্করণ

শাটডাউন সংঘর্ষে চট্টগ্রামে দুইজন নিহত

চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দু’জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের নাম মোহাম্মদ ইমাদ বলে জানা গেছে। তিনি চট্টগ্রামের পটিয়া কলেজের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে বহদ্দারহাট মোড়ে কোটাবিরোধী আন্দোলনকারীরা অবস্থান নিলে শুরু হওয়া সংঘর্ষে এ মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া ৩৫জন আহত হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া আহত তিন পুলিশ সদস্যকে ভর্তি করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, কোটা আন্দোলনকারীদের তোপের মুখে পুলিশ সদস্যদের পিছু হটতে দেখা যায়। প্রায় আধ ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় বহদ্দারহাটের পুলিশ বক্সে আগুন দেয় আন্দোকারীরা। একপর্যায়ে চাঁন্দগাও থানার সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এরপরই থানায় হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ-ছাত্রলীগের সঙ্গে ফের ত্রিমুখী সংঘর্ষ বাঁধে আন্দোলনকারীদের। এর আগে গত ১৬ জুলাই মুরাদপুরে শিক্ষার্থী-ছাত্রলীগ সংঘর্ষে তিন জন নিহত হয়।

আরও খবর

Sponsered content