দেশজুড়ে

কলাপাড়ায় মহিলা মেম্বারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

  প্রতিনিধি ২৯ মে ২০২০ , ৩:৫৭:৪০ প্রিন্ট সংস্করণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার , নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মাসা: বিউটি' বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে কয়েকটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করলে এলাকাবাসী সে সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানান। এতে ওই এলাকার সাধারন মানুষের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ২৬ মে মঙ্গলবার সকাল ১১ টায় এলাকলাবাসী মহিলা মেম্বার বিউটির বাসায় গিয়ে মিথ্যা সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে রুখে দাড়ানো তাদের শাস্তির দাবীতে প্রতিবাদ করেন

সরেজমিনে গিয়ে জানা যায়২৫ মে সোমবার স্থানীয় কয়েকটি অনলাইন পোর্টালে মহিলা মেম্বার বিউটির বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে। তার বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়দের ত্রাণ হতে বঞ্চিত মাতৃকালীন ভাতা দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়ার মিথ্যা তথ্যের একটি সংবাদ প্রকাশিত হয়।

বিষয়টি এলাকলাবাসীর নজরে আসলে তারা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানান। তাদের মতে, যে মহিলা প্রয়োজনে নিজের অর্থ দিয়ে চাল কিনে আমাদের বিতরন করেন তার বিরুদ্ধে এতবড় মিথ্যা অপবাদ মেনে নেয়া যায় না। জানা যায়, মহিপুর থানার , নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার বিউটি' এলাকায় গরীবের বন্ধু হিসাবে যথেষ্ট সুনাম খ্যাতি রয়েছে। তিনি সরকারি ত্রাণ ছাড়া বিভিন্ন সময়ে ব্যাক্তিগতভাবেও এলাকলাবাসীদের সাহায্য সহযোগীতা করে থাকেন। এলাকার সম্ভ্রান্ত আকন পরিবারের মেয়ে বলেও তার যথেষ্ট সুনাম রয়েছে। একটি কুচক্রীমহল মহিলা মেম্বার বিউটির নিকট হতে অবৈধ সুযোগসুবিধা দিতে অপারগতা স্বীকার করলে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য সংবলিত সংবাদ প্রকাশে তাকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলেও জানা যায়

মহিপুর গ্রামের তহমিনা, মনোয়ারা রহিমা বেগমসহ একাধিক এলাকাবাসী মিথ্যা তথ্য দিয়ে সাজানো সংবাদের প্রতিবাদ জানান।

নং ওয়ার্ড মহিলা যুবলীগের সাধারন সম্পাদক মোসা. হোসনেয়ারা বেগম বলেন, বিউটি মেম্বার অত্যন্ত সচ্ছতার সাথে তার দায়ীত্ব পালন করে আসছেন। আমরা সাধারন জনগন তার কাজে খুব খুশি। সরকারী কোন সাহায্য বা ত্রাণ আসলে সকলের সম্মলিত মতামতে তিনি তা বিতরন করে থাকেন। তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ আমরা মানতে পারছি না। আমরা এলাকাবাসী এর সঠিক বিচার দাবী করছি

জানা যায়, মিথ্যা তথ্য দিয়ে সাজানো সংবাদে ছায়া রানী নামে একজন মহিলাকে মাতৃকালীন ভাতা দেয়ার কথা বলে বিউটি মেম্বার টাকা হাতিয়ে নিয়েছে বলে উল্লেখ করা হয়। অথচ সংবাদে উল্লেখিত সেই ছায়া রানী জানান, বিউটি মেম্বারকে মাতৃকালীন ভাতার জন্য আমি কোন টাকা দেইনি। আমি একজন স্বামী পরিত্যাগতা, বিধবা ভাতা পাই। আমি মাতৃকালীন ভাতা চাইবো কিভাবে

এবিষয়ে মহিপুর থানার , নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোসা. বিউটি বলেন, একটি কুচক্রী মহল আমার কাছে সরকারি বিভিন্ন সাহায্য ত্রাণের অবৈধ সুযোগসুবিধা নিতে চায়। আমি তা দিতে অপারগতা জানালে আমার নামে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে আমাকে সমাজের কাছে হেয় করার চেষ্টা চালাচ্ছে। কুচক্রী মহলের সাথে কিছু অসাধু সংবাদকর্মী জড়িত রয়েছে বলেও তিনি জানান। তিনি আরোও বলেন, কিছুদিন আগে স্থানীয় এক সংবাদকর্মী প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল হতে ২৫ টাকার যে সহায়তা আসছে সেখান হতে দশটি নামের বরাদ্ধ চায়। কিন্তু আমি নিয়ম বহির্ভূত কোন কাজ করতে পারবো না বলে তাকে জানিয়ে দেই। এরপর হতেই পক্ষটি আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি এসব মিথ্যা তথ্য সংবলিত সংবাদের তীব্র নিন্দাপ্রতিবাদ তাদের উপযুক্ত শাস্তির দাবী জানাচ্ছি

আরও খবর

Sponsered content

Powered by