প্রতিনিধি ১১ জুন ২০২২ , ৭:৫৩:৫১ প্রিন্ট সংস্করণ
সম্রাট সিকদার, মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুর মতলব উত্তর উপজেলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৭২ সাল থেকে দীর্ঘ ৫০ বছর যাবত আশপাশের ১১টি গ্রামের শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে আসছে।
বিদ্যালয় থেকে দীর্ঘ ৫০ বছরে অনেক শিক্ষার্থী দেশের কল্যাণে বিভিন্ন পর্যায়ে কাজ করে আসলেও অবকাঠামোগত দিক থেকে উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেকটাই পিছিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
১১ জুন শনিবার এসএসসি ব্যাচ-২০২২ সালের পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে বার্ষিক মিলাদ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সিঙ্গাপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলামিন মিয়াজীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. শামসুল আলম মোহন। তিনি বলেন, ‘মুজিব কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে শিক্ষাক্ষেত্রে বিশেষ নজর দিয়েছেন। যার প্রেক্ষিতে সারাদেশে শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন ঘটে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব এ্যাডঃ নুরুল আমিন রুহুল এমপি, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মনজুর আহমেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম লস্কর।
এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মোঃ মাসুদ, ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, দাউদকান্দি উপজেলার পাচঁগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।