রাজশাহী

শিবগঞ্জে সৈয়দপুর ইউপি’র চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা

  প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২১ , ৮:৩৩:৪১ প্রিন্ট সংস্করণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান সংরক্ষিত মহিলা সদস্য ও ইউপি সদস্যদের জগন্নাথপুর বন্ধু পরিবার ক্লাব এর আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠান জগন্নাথপুর স্কুল মাঠে প্রাক্তন প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-২, শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, বগুড়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুল আলম তালুকদার, নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মোত্তালিব, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, অত্র ক্লাবের সভাপতি সিজু মিয়া, সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন প্রমুখ।

আরও খবর

Sponsered content