প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৪ , ৪:০৬:৫৭ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর অর্থায়নে নির্মিত অভ্যন্তরীণ সড়ক উদ্বোধন করেছেন মেয়র রেজাউল করিম চৌধুরী।
রবিবার (১৪ জানুয়ারী) সকালে সড়কটি উদ্বোধন পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভা হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র রেজাউল করিম চৌধুরী।
ব্যবস্থাপনা কমিটির জেনারেল সেক্রেটারী রেজাউল করিম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার চৌধুরী সবুজ, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আব্দুল মান্নান রানা, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুব উদ্দিন, পরিচালক ডাঃ নুরুল হক, সাবেক কাউন্সিলর এস এম জাফর প্রমুখ।
এসময় মেয়র বলেন, ব্যক্তি উদ্যোগে এ ধরণের হাসপাতাল বাংলাদেশে দ্বিতীয়টি নেই। হাসপাতালের যেকোন কর্মকান্ডে চসিকের হস্ত প্রসারিত থাকবে। রোগীদের সেবা কাজটি সুচারূভাবে সম্পাদন করা গেলে এ হাসপাতালের জনপ্রিয়তা সবাইকে ছাড়িয়ে যাবে।