চট্টগ্রাম

শেখেরখীল মৌলভী বাজার অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৪ , ৭:৪৪:৪১ প্রিন্ট সংস্করণ

শেখেরখীল মৌলভী বাজার অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল মৌলভী বাজার অটোরিকশা (সি.এন.জি) শ্রমিক ইউনিয়ন (রেজি:২৩৭৩) এর ২০২৫-২০২৭ সালের ত্রি-বার্ষিক কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার বাহমনিখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত একটানা  ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে পরিষদের সদস্য শ্রমিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে ৭টি পদে ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনারস প্রতিকে সভাপতি নির্বাচিত হয়েছেন কামাল মেম্বার।

নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষভোটে সহ-সভাপতি পদে আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জামাল ছত্তার, অর্থ সম্পাদক (কেশিয়ার) হেলাল উদ্দিন, সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম ও আব্দুল হাকিম। 

চট্টগ্রাম জেলা বাঁশখালী উপজেলা শেখেরখীল মৌলভী বাজার অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এর দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশনার মৌলানা নজির আহমদ ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন শেখেরখীল মৌলভীবাজার পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান, আক্তার উজ-জামান, মো. সরওয়ার উদ্দিন।

আরও খবর

Sponsered content