বাংলাদেশ

শেখ হাসিনা-রেহানা-জয়-টিউলিপের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক

  প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৪ , ৬:৫৫:৩০ প্রিন্ট সংস্করণ

শেখ হাসিনা-রেহানা-জয়-টিউলিপের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক
ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের ৯টি মেগা প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের চারজনের বিরুদ্ধে ৮০ হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুদকের উপ-পরিচালক আখতারুল ইসলাম বিষয়টা নিশ্চিত করেন।

দুদক সূত্র জানিয়েছে, আশ্রায়ণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বেজা ও বেপজার বিভিন্ন প্রকল্পসহসহ ৯টি প্রকল্পে অন্তত ৮০ হাজার কোটি টাকারও বেশি অর্থ লুটপাট করা হয়ছে। এসব অর্থ আত্মসাৎ ও দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাইবাছাই শেষে কমিশনের বৈঠকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।

দুদকের ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, শেখ হাসিনা ছাড়া যাদের বিরুদ্ধে অনুসন্ধান হবে তারা হলেন- শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক এবং সজীব ওয়াজেদ জয়।

দুদকের সূত্র জানিয়েছে, আপাতত এ চারজনের বিষয়ে অনুসন্ধান করবে দুদুক। অনুসন্ধানে আরও ব্যক্তিদের নাম আসতে পারে।

আরও খবর

Sponsered content