ঢাকা

শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে কিশোরীর মৃত্যু

  প্রতিনিধি ২৩ জুন ২০২০ , ৭:৪৬:৩৯ প্রিন্ট সংস্করণ

শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে কিশোরীর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে কিশোরী কণিকা  আক্তারের (১৬) মৃত্যু হয়েছে। নিহত কণিকা উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের কামাল হোসেনের মেয়ে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ওই গ্রামের কিনারাঘাট এলাকার শীতলক্ষ্যা নদী থেকে কিশোরীর লাশ উদ্ধার করেন ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন এর সত্যতা নিশ্চিত করেছেন। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন স্থানীয়দের বরাত দিয়ে জানান, কণিকা সকাল সাড়ে ১০ টার বাড়ির পাশের জমিতে শাক তুলতে যায়। বৃষ্টিতে জমির মাটি নরম হয়ে যাওয়ায় তার পায়ে কাদা লাগে। নদীর পানিতে পায়ের কাদা পরিষ্কার করতে গেলে পা পিছলে নদীতে পড়ে যায়।

স্থানীয়রা বিষয়টি দেখে তার স্বজনদের খবর দেয়। স্বজনেরা আসার আগেই সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ময়মনসিংহ ও ভালুকা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দেড় ঘন্টা চেষ্টা করে কিশোরীর লাশ উদ্ধার করে। তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আরও খবর

Sponsered content