দেশজুড়ে

কাপাসিয়ায় গরুর হাটের মাইকিং করানোর অপরাধে জরিমানা

  প্রতিনিধি ১৬ মে ২০২০ , ৭:২১:০৪ প্রিন্ট সংস্করণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : সরকারি নির্দেশনা অমান্য করে গরুর হাট বসার মাইকিং করানোর অপরাধে গত শুক্রবার রাতে কাপাসিয়ার গিয়াসপুর বাজারের ইজারাদারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা জানান, সম্প্রতি করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণের কারণে সরকারি নির্দেশনায় সকল প্রকার গণ জমায়েত নিষিদ্ধ করা হলেও গিয়াসপুর বাজারের ইজারাদার সেলিম মিয়া ওই বাজারে গরুর হাট বসানোর জন্য মাইকিং করায় এলাকাবাসীর অভিযোগে ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা নিশ্চিত হয়ে সেলিম মিয়াকে আটক করা হয় এবং এই অপরাধে তার কাছ থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়

বিষয়ে বারিষাব ইউপি সদস্য গিয়াসপুর বাজারের ইজারাদার সেলিম মিয়া জানান, গত পহেলা বৈশাখ থেকে আগামী এক বছরের জন্য তিনি সর্ব সাকুল্যে সাড়ে ১২ লাখ টাকায় ওই বাজার ইজারা নেন তার এই বিপুল পরিমান ইজারার টাকার আয়ের প্রধান উৎস হলো বছরের দুটি ঈদের গরুর হাট বছর যদি বাজারে গরু উঠাতে না পারেন, তবে বেশিরভাগ টাকাই লোকসানের আশঙ্কায় তিনি গরুর হাট বসানোর মাইকিং করিয়েছিলেন

আরও খবর

Sponsered content

Powered by