চট্টগ্রাম

সফলতার জন্য পরিশ্রমের কোন বিকল্প নেই – জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৩ , ৮:৩৭:১৮ প্রিন্ট সংস্করণ

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে কলাগাছের তন্তু থেকে উৎপাদিত সুতা থেকে জুতা তৈরীর ৫ দিনের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৩ই জুলাই বিকেলে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন ব্যাবসা করে একবারে লাখপতি হওয়ার চিন্তা করা যাবে না,যারাই ব্যাবসায় সফলতা অর্জন করেছে তারা অল্প অল্প করে ব্যাবসায় লাভবান হয়ে সফল হয়েছে।

প্রধান অতিথি আরো বলেন সফলতার জন্য পরিশ্রমের কোন বিকল্প নেই।প্রথম ব্যাবসায় সফলতা আনতে লাভের চাইতে শ্রমটা একরু বেশি দিতে হবে,তাহলে অল্প অল্প করে ব্যাবসায় লাভ হবে যা একপর্যায়ে আপনাকে সফল ব্যাবসায়ি হতে সহায়তা করবে।

এদিকে প্রশিক্ষণ গ্রহণের পর অনেক নারী উদ্যোক্তা নিজেদের আত্মকর্মসংস্থান এবং আগামীতে ব্যবসা পরিচালনায় জেলা প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

তারা জানান জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি বান্দরবানে নারী উন্নয়ন ও নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য কলা গাছের তন্তু দিয়ে তন্তুজাত হস্তশিল্প পণ্য তৈরী ও বাজারজাত করণের বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন যা বান্দরবানে আরো বেশি নারীদের উদ্যোক্তা হয়ে গড়ে উঠার সুযোগ সৃষ্টি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলো।

এদিকে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ফজলুর রহমান,নির্বাহী ম্যাজিস্ট্রেট,রাজিব কুমার বিশ্বাস,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী,প্রশিক্ষক সামিমা আক্তার কেয়া সহ কলাগাছের তন্তু থেকে উৎপাদিত সুতা থেকে জুতা তৈরী প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষক এবং প্রশিক্ষনার্থী।

আরও খবর

Sponsered content