রংপুর

ভূরুঙ্গামারীতে পতিতা ও খদ্দেরের জেল-জরিমানা

  প্রতিনিধি ১৫ জুলাই ২০২০ , ৫:২৪:৫৩ প্রিন্ট সংস্করণ

ভ‚রুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ভ‚রুঙ্গামারীতে এক পতিতা ও এক খদ্দরকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও অপর এক খদ্দরকে ৫হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত দশটায় উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামে (হ্যালিপেড সংলগ্ন) মন্ডল মিয়ার বাড়ি থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় তার স্ত্রী হাসিনা বেগম (৪০) খদ্দর আ. রাজ্জাক (৪০) পিতা আলিমুদ্দিন বানুর কুঠি বঙ্গসোনাহাট, রাতুল রায়হান ( ৩০) পিতা মোতালেফ হোসেন নূরপুর রংপুর সদর ও রুবেল বাবু পিতা মৃত হাফিজুর রহমান বেলদহ পাইকেরছড়া কে স্থানীয়রা আটক করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী আফিসার ফিরুজুল ইসলামকে মোবাইলে অবগত করলে তিনি তাৎক্ষনিক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) কে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশনা প্রদান করেন।
পরে পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করে উপজেলা নির্বাহী কার্যালয়ে নিয়ে এসে রাত তিনটায় পতিতা হাসিনা বেগম, খদ্দের আ. রাজ্জাককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড, অপর এক খদ্দরকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. জাহাঙ্গীর আলম। পরে আটক রুবেলকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

আরও খবর

Sponsered content

Powered by