প্রতিনিধি ১২ মার্চ ২০২৫ , ৫:৩৬:৪৭ প্রিন্ট সংস্করণ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোডে অবস্থিত মাতৃছায়া হাসপাতালে পর পর কয়েকজন প্রসূতি ও শিশু মৃত্যুর অভিযোগ এবং কর্তৃপক্ষের অনুমতি না থাকায় অপারেশন থিয়েটার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া পপুলার ডায়াগনোস্টিক সেন্টারের অনুমতি না থাকায় তা পুরোপুরি বন্ধ এবং ল্যাবওয়ান ডায়াগনোস্টিক সেন্টারের পরমাণু কমিশনের অনুমতি না থাকায় এক্স-রে বন্ধের নির্দেশ দেন। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে ডায়াগনোস্টিক সেন্টারগুলোতে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া উপস্থিত ছিলেন।
একইসঙ্গে মাতৃছায়া হাসপাতালকে ২ হাজার, পপুলার ডায়াগনোস্টিক সেন্টারকে ৫০০ ও ল্যাব ওয়ান ডায়াগনোস্টিক সেন্টারকে ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযোগ রয়েছে, উপজেলায় ১৭টি ডায়াগনোস্টিক সেন্টার ও তিনটি বেসরকারি হাসপাতাল রয়েছে। মাত্র দুটি বেসরকারি হাসপাতাল ২০২৪-২০২৫ অর্থবছরে অনুমোদনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও বাকিগুলো বেআইনিভাবে পরিচালিত হচ্ছে। মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনার পর প্রশাসন অভিযান পরিচালনা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল বলেন, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারগুলোতে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই ও ল্যাব পরিদর্শন করা হয়। তিনজনকে আর্থিক জরিমানা করে প্রাথমিকভাবে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।