দেশজুড়ে

মুহাম্মদ (সা.)কে কটূক্তির প্রতিবাদে ফটিকছড়িতে হাজারো মানুষের বিক্ষোভ

  প্রতিনিধি ১৪ জুন ২০২২ , ৭:০৫:০৫ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

ফটিকছড়িতে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল কমূসূচি পালন করে ফটিকছড়ির ইসলামি আইন বাস্তবায়ন কমিটি। ভারতে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার (১৪ জুন) বিকেলে ফটিকছড়ি বিবিরহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় শুরু হয় বৃষ্টি। কিন্তু আগত ধর্মপ্রাণ মানুষরা বৃষ্টি উপেক্ষা করেই মিছিলে অংশ নেন। বিভিন্ন স্লোগান দিয়ে বাজারের প্রধান প্রধান সড়কগুলো পরিদর্শন করেন।

এর আগে দুপুর হতে উপজেলার বিভিন্ন কওমী মাদরাসার মুহতামিম, ইমাম-খতিব ও মাদরাসা শিক্ষকসহ হাজার হাজার ধর্মপ্রান মুসল্লীগণ বিবিরহাটের ঈদগাহে সমাবেত হয়। মিছিলে বিক্ষোভকারীরা নানা প্রতিবাদী শ্লোগান দেন।

 

আরও খবর

Sponsered content

Powered by