প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:২৫:৫৭ প্রিন্ট সংস্করণ
জামালপুরের সরিষাবাড়ীতে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১ জন। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে সরিষাবাড়ী-দিগপাইত সড়কের মহাদান ইউনিয়নের মহাদান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ থানার সোনাপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (৪০) ও আহত হয়েছেন সাব্বির হোসেনের ছেলে সুজন বাবু মিয়া (২৮)। তারা গভীর নলকূপ স্থাপনের কাজ করেন বলে জানা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে মোটরসাইকেল যোগে তারা দুইজন তুলশীপুর থেকে পোগলদীঘা ইউনিয়নের বয়ড়া বাজার যাচ্ছিলেন। পথে মহাদান ইউনিয়নের বারইপটল ব্রীজ পার হলে শেখের বাড়ি নামক স্থানে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি মরা নারিকেল গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এ সময় মোটর সাইকেল চালক মাথায় প্রচন্ড আঘাতে ঘটনাস্থলেই আশরাফুল মারা যায়। অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মো. চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।