প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৪ , ৫:১৮:৪৬ প্রিন্ট সংস্করণ
জামালপুরের সুইড সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১’শ ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ১শ ৫০জন জনের মধ্যে এ কম্বল বিদ্যালয় মাঠে বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, সমবায় কর্মকর্তা আব্দুল হালিম, আবুল হোসেন সরকার, সুইড সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, শিক্ষক মন্টুলাল তেওয়ারীসহ শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।