বাংলাদেশ

দুই বছরে ১৭০ ট্রেন দুর্ঘটনায় ৪৯ মৃত্যু

  প্রতিনিধি ৪ মার্চ ২০২৪ , ৭:২৭:০৭ প্রিন্ট সংস্করণ

দুই বছরে ১৭০ ট্রেন দুর্ঘটনায় ৪৯ মৃত্যু

২০২২ সাল থেকে ২০২৪ সালের চলতি সময় পর্যন্ত গত দুই বছরে সারাদেশে রেলপথে মোট ১৭০টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪৯ জনের প্রাণহানি হয়েছে।

সোমবার (৪ মার্চ) জাতীয় সংসদে এমপি এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জিল্লুল হাকিম এ তথ্য জানান। অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

সরকারদলীয় এমপি বেগম সুলতানা নাদিরার অন্য প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, পায়রা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণের জন্য সমীক্ষা প্রকল্পটি ২০২২ সালের জুনে শেষ হয়েছে। অর্থায়নের জন্য উন্নয়ন সহযোগী অনুসন্ধানে ২০২২ সালের ৫ এপ্রিল প্রকল্পের পিডিপিপি (প্রাক-উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) রেলপথ মন্ত্রণালয় থেকে ইআরডি এবং পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

উন্নয়ন সহযোগী সংস্থা নির্ধারিত হলে ভাঙ্গা হতে পায়রা হয়ে কুয়াকাটা পর্যন্ত রেলপথ নির্মাণের বিনিয়োগ প্রকল্প গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content

Powered by