ঢাকা

সাংসদ জিল্লুল হাকিমের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

  প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২২ , ৭:০১:০১ প্রিন্ট সংস্করণ

রতন মাহমুদ (পাংশা, রাজবাড়ী প্রতিনিধি):

ওমিক্রনে আক্রান্ত রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম ও তার পরিবারের সকলের রোগ মুক্তি কামনায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাব এর উদ্দোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেরুয়ারী) বাদ আছর এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল আল মাসুদ, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান অদুদ, পৌর মেয়র ওয়াজেদ আলী, পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির, বিশিষ্ট ব্যবসায়ী বাবু নিখিল কুমার দত্ব, কবি ইরাদত আলী, নওশেদ আলী চৌধুরী, আইডিয়াল কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপিটের প্রধান শিক্ষক মোতাহার হোসেন, সবুর মাষ্টার প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পাঠাগারের অন্যান্য সদস্যগন। দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওঃ আবু দাউদ ।

আরও খবর

Sponsered content