দেশজুড়ে

হাটহাজারীতে সরকারি নিদের্শ অমান্য করে কারখানা খোলা রাখায় জরিমানা

  প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২০ , ৮:৩২:২২ প্রিন্ট সংস্করণ

মো: পারভেজ, হাটহাজারী, চট্টগ্রাম: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট দূর্যোগে দেশ যখন এক ক্রান্তিময় সময় পার করছে  ঠিক এমনি সময়ে সরকারি আদেশ অমান্য করে কারখানা খোলা রেখে মোমবাতি তৈরি করায় হাটহাজারী পৌরসভার ৪নং ওয়াডের্র আলীপুর মোমবাতি কারখানাটি বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। সেই সাথে কারখানা মালিককে ৫০০০ টাকা জরিমানা করা হয়। আজ ১৩ এপ্রিল  (সোমবার) গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মান রুহুল আমিন কারখানাটিতে এ অভিযান পরিচালনা করেন । এসময় কারখানাটিতে কর্মরত ২০ জন শ্রমিককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ১০ দিনের ত্রাণ ভর্তি ভালবাসার থলে প্রদান করা হয়।
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন সাংবাদিকদের বলেন, সরকারি আদেশ  অমান্য করে কারখানা খোলা রাখা এবং সামাজিক দুরুত্ব নিশ্চিত না কারায় কারখানা মালিককে ৫০০০ টাকা জরিমানা করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।### 
 

আরও খবর

Sponsered content

Powered by