প্রতিনিধি ২৮ জুলাই ২০২৪ , ৩:৪৮:১৪ প্রিন্ট সংস্করণ
লম্বা সময় ধরেই বল হাতে ছন্নছাড়া সাকিব আল হাসান। তবে শনিবার রাতে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বল হাতে জ্বলে উঠেছেন তিনি। সাকিবের দারুণ বোলিংয়ে বাংলা টাইগার্স মিসিসাগা জয় পেয়েছে। আগে ব্যাট করে ভ্যাঙ্কুভার নাইটসকে ১৫৩ রানের লক্ষ্য দেয় বাংলা টাইগার্স। জবাবে সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ১৩০ রানে থেমে যায় প্রতিপক্ষের ইনিংস। তাতে করে ২২ রানের দারুণ এক জয় তুলে নিয়েছে সাকিব-শরিফুলের দল।
টস জিতে সাকিবদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভ্যাঙ্কুভার নাইটস। ইফতেখার আহমেদ ও হযরতউল্লাহ জাজাইয়ের ব্যাটে ভর করে বাংলা টাইগার্স ১৫২ রানের সংগ্রহ দাঁড় করায়। মাঝারি মানের লক্ষ্যে খেলতে নেমে ভ্যাঙ্কুভার প্রতিপক্ষের বোলারদের তোপের মুখে পড়ে। বিশেষ করে বাংলাদেশের দুই বোলার সাকিব ও শরিফুল ছিলেন অবিশ্বাস্য ছন্দে। শরিফুল একটি উইকেট পেলেও ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ১২টি। তার করা ২৪ বলের মধ্যে ১৫ বলেই কোন রান নিতে পারেনি তারা। অন্যদিকে ৪ ওভারে ১০ রান খরচ করে ৩ উইকেট নিয়ে দলের জয়ে দুর্দান্ত অবদান রাখেন সাকিব।
বাংলা টাইগার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৩০ রানে থেমে যায় ভ্যাঙ্কুভারের ইনিংস। একাই দলকে টেনে নেওয়ার চেষ্টা করেছেন হার্স টাকার। যোগ্য সঙ্গীর অভাবে দলকে জেতাতে পারেননি তিনি। ৬৭ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৭৯ রান করে অপরাজিত ছিলেন। আরেক ব্যাটার ডোয়াইন প্রিটোরিয়াসের ব্যাট থেকে আসে ২৯ রানের ইনিংস। এই দুইজন ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।
ব্রাম্পটনে আগে ব্যাটিংয়ে নেমে ইফতিখার আহমেদের হাফ সেঞ্চুরিতে ভর করে বাংলা টাইগার্স ১৫২ রান করে। এই ম্যাচে ব্যাট হাতে সাকিবের অবদান মাত্র ২ রান। ব্যাটিং পজিশনে ৬ নম্বরে নেমে সন্দীপ লামিচানের বোলিংয়ে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন তিনি। ইফতিখার ছাড়া বাংলা টাইগার্সের হয়ে ডিলন হেইলিগার (২৭), হযরতউল্লাহ জাজাই (৩৩) ও পরাগ সিং (২০) রানের ইনিংস খেলেছেন।
ভ্যাঙ্কুভার নাইটসের বোলারদের মধ্যে লামিচানে ৩২ রানে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন।