চট্টগ্রাম

সাতকানিয়ায় দায়ের কোপে বৃদ্ধ নিহত

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২৪ , ৫:৪৫:৩৬ প্রিন্ট সংস্করণ

সাতকানিয়ায় দায়ের কোপে বৃদ্ধ নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় বাড়ির পাশের চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের দায়ের কোপে ১ ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম মোক্তার আহমদ (৫৬) পুরানগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জানু সিকদার বাড়ির মৃত আহমদ হোসেনের ছেলে।

সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার পুরানগড়ের জানু সিকদার বাড়ি এলাকায় আহত হওয়ার পর রাত দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একই ঘটনায় কাজী জিয়াবুল হোসেন সিকদার নামের অপর একজন আহত হয়েছে। হামলার ঘটনায় ২ নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানান, পুরানগড়ের জানু সিকদার বাড়ির মৃত কালু মিয়ার ছেলে সিরাজুল ইসলাম ও মৃত মকবুল আহমদ সিকদারের ছেলে কাজী জিয়াবুল হোসেনের মধ্যে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে ইতিপূর্বে একাধিক বার মারামারির ঘটনাও ঘটেছে। ঘটনার দিন দুপুরে কাজী জিয়াবুল হোসেন সিকদার, তার ছেলে মুমিন, মশিউর ও ভাতিজা রাকিব বিরোধীয় চলাচলের রাস্তা পরিস্কার করেছিল। তখন সিরাজুল ইসলাম, তার ছেলে মোরশেদ, তৌহিদ, ফরিদ ও পুত্রবধুরা দা ও লাঠিসোঁটা নিয়ে বাঁধা দিতে যায়।

এ সময় কাজী জিয়াবুল হোসেনের চাচাতো ভাই মোক্তার আহমদ দৌঁড়ে এসে প্রতিবাদ করলে তাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমকে হাসপাতালে প্রেরণ করেন। চমকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দুই টার দিকে মোক্তার আহমদ মারা যায়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার জানান, মূলত বাড়ির পাশের চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। ঘটনায় জড়িত ২ মহিলাকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

আরও খবর

Sponsered content