Uncategorized

ক্ষেতলালে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২০ , ৪:৫৯:৫৪ প্রিন্ট সংস্করণ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : শিক্ষার মান উন্নয়নে বুধবার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ৮৪ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ এবং উপবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার বিভিন্ন স্থানে বসবাসকারি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ এবং উপবৃত্তির টাকা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাকিম মন্ডল। ৮৪ জন শিক্ষার্থীদের মধ্যে ৫০ জনের মাঝে শিক্ষা উপকরণ ও ৩৪ জন শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির মোট ২লক্ষ টাকা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম আবু সুফিয়ান শিক্ষার্থীদের উদ্দেশে বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলা এবং শিক্ষার মান উন্নয়নে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছফিউল্লা সরকার, একাডেমিক সুপারভাইজার বাবলু কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা বন কর্মকর্তা মো. মিঠু তালুকদার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমিতির সভাপতি বেনজেমিন, সম্পাদক মিলন প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by