রংপুর

সাদুল্যাপুর আইডলের গ্র্যান্ড ফাইনাল

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২১ , ৫:১৩:২৮ প্রিন্ট সংস্করণ

সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি :

গাইবান্ধার ‘সাদুল্যাপুর আইডলের’ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাদুল্যাপুর সরকারী ডিগ্রী কলেজের আবু তালেব মিয়া হলে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। মোবাইল ভোটিং শেষ পরবর্তিতে চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

সাদুল্যাপুর শিল্পকলা একাডেমির আয়োজনে ফাইনাল রাউন্ডের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক আব্দুল জলিল সরকার। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ‘সাদুল্যাপুর আইডল’ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার সাদুল্যাপুর প্রেসক্লাব।

আরও খবর

Sponsered content