প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৪ , ৫:৫১:০৬ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে রাউজান থানায় দায়ের করা হত্যাচেষ্টা, ভাঙচুর ও নাশকতাসহ তিন মামলায় শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন বলেন, রাউজান থানায় দায়ের করা হত্যাচেষ্টা, ভাঙচুর ও নাশকতাসহ তিন মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। আরও একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলেও মামলার নথিপথ চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে থাকায় সেটার শুনানি হয়নি। পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন এবিএম ফজলে করিম। এরপর গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমানার আবদুল্লাহপুর এলাকা থেকে ফজলে করিমসহ তিনজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।