ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুকসুদপুরে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্ধোধন করলেন 

  প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৩ , ৫:৩৯:১৩ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ 
৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৪র্থ পর্যায়ে সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ৫০ টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ধোধন করেছেন। মুকসুদপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্ধোধন উপলক্ষে মুকসুদপুর উপজেলা ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ -১ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম ইমাম রাজী টুলু’র সভাপতিত্বে ও সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো.রবিউল আলম সিকদার, মুকসুদপুর পৌরসভার মেয়র আশরাফুল আলম শিমুল ও গোপালগঞ্জের তত্ত্ববধায়ক মশিউর রহমান।
এসময় মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি শ্যামল কান্তি বোস, সাবেক যুগ্ম সম্পাদক এম, এম, মহিউদ্দীন আহম্মেদ মুক্তু মুন্সী, সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু, সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক কাজী মো.ওহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি জহির হাসান টিটো, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মুন্সী ও সাধারন সম্পাদক মো. লুৎফর রহমান মোল্যা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপূর্ত অধিদপ্তর মন্ত্রণালয়ের বাস্তবায়নে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ইসলামী ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় মুকসুদপুর মডেল মসজিদটি নির্মিত হয়েছে। প্রায় ১২ কোটি টাকা ব্যায়ে গোপালগঞ্জ মেসার্স বদরুল হাসান ট্রেডার্স ঠিকাদারী প্রতিষ্ঠান নান্দনিক সৌন্দর্যে পরিবেষ্টিত এ মসজিদ নির্মাণ করেছেন।

আরও খবর

Sponsered content

Powered by