প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৪ , ৬:৫৭:৫৬ প্রিন্ট সংস্করণ
“মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দৈনিক “রুপালী বাংলাদেশ” পত্রিকাটির প্রকাশনা উৎসবে অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়ার থাই চাইনিজ রেস্টুরেন্টে পত্রিকাটির উপজেলা প্রতিনিধি মো. জহিরুল ইসলাম লিটনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথমে একটি র্যালী এরপরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. কামাল হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাজিরচট আকবর মন্ডল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো. মোজাফফর হোসেন, বিশিষ্ট্য ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আবুল হুসাইন, শ্রমিক নেতা মো. সরোয়ার হোসেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ আশুলিয়া থানা কমিটির সভাপতি বাবু আশিষ কুমার নাগ,যুগন্তরের আশুলিয়া প্রতিনিধি মেহেদী হাসান মিঠু, নাট্য পরিচালক মো. হিরন সোহেল, নাট্য অভিনেতা মো. মশিউর রহমান মসি, বিজয় টিভির প্রতিনিধি মো. সোহেল, জাতীয় অর্থনীতি’র প্রতিনিধি মেহেদী মুন্সী, আমাদের অর্থনীতির প্রতিনিধি মোঃ শামীম আহমেদ সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।