প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২০ , ৭:৫৯:৩৬ প্রিন্ট সংস্করণ
সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এ নিয়ে শুরু থেকে এই পর্যন্ত উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ২৫ জনে এসে দাড়িয়েছে।
বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা। তিনি বলেন নতুন আক্রান্ত রোগীদের বাড়ি উপজেলার শুভাপুর, ওলাইল ও নয়াপড়া এলাকায়। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাদের বাড়ি গুলো লকডাউন করা হয়েছে ও আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।