দেশজুড়ে

সাভারে ভূয়া করোনার প্রত্যায়ণ পত্র, ২ প্রতারক গ্রেফতার

  প্রতিনিধি ৫ জুন ২০২০ , ৭:২০:৫২ প্রিন্ট সংস্করণ

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদার স্বাক্ষর ও সীল নকল করে করোনা টেস্টের নেগেটিভ মিথ্যা প্রত্যয়নপত্র বিক্রির দায়ে দুই জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে নওগাঁ জেলার সদর থানা এলাকার শহিদুল ইসলামের ছেলে আবু সাঈদ হোসেন (২৮) ও কুড়িগ্রাম জেলার সদর থানা এলাকার মৃত দেওয়ান মাহামুদ এর ছেলে রাজু মিয়া (৩২)। 

বৃহস্পতিবার সন্ধ্যায় কৌশলে হাসপাতালে ডেকে প্রতারক সাঈদ মিয়া ও তার সহযোগী রাজু মিয়াকে ডেকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আফিস সহায়ক মো. লিটন মিয়া দাবী হয়ে মামলা দায়ের করলে গতকাল শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে আসামীদের।

মামলার বাদী সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের অফিস সহায়ক মো: লিটন মিয়া জানান, আমাদের হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা স্যারের স্বাক্ষর ও সীল নকলের অভিযোগে দুই জনকে পুলিশে সোর্পদ করা হয়েছে। এ ঘটনায় সাভার থানায় মামলা হয়েছে। সাভারে বিভিন্ন প্রতিষ্ঠানে করোনা পরীক্ষার রিপোর্ট প্রয়োজন হচ্ছে চাকরিতে যোগ দেওয়ার ক্ষেত্রে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে করোনার নমুনা সংগ্রহ করা ব্যক্তিদের করোনা নেগেটিভ ফলাফল আসলে হাসপাতালের পক্ষে থেকে একটি প্রত্যয়নপত্র দেয়া হয়। সাভার এলাকায়  দুই শ্রমিক তাদের করোনা নেগেটিভের প্রত্যয়নপত্র  কর্মস্থল পোশাক কারখানায় জমা দিলে কারখানা কর্তৃপক্ষ প্রন্দহ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ঘটনাটি যাচাই করতে যোগাযোগ করে।

পরে  হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে নমুনা নেয়া রোগীদের নামের তালিকায় ওই দুজনের নাম খুজে না পেলে তাদের সন্দেহ হয়। পরে হাসপতাাল থেকে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ওই দুই শ্রমিককে আটকাতে বলি ও দুই শ্রমিকের সাথে আলাপ করে জানতে পারি সাভার পৌর এলাকার পশ্চিম ব্যাংক টাউন এলাকার বাসিন্দা সাঈদ মিয়ার নিকট থেকে তারা ভূয়া প্রত্যয়নপত্রটি টাকার বিনিময়ে সংগ্রহ করেছে।

আরও খবর

Sponsered content

Powered by