দেশজুড়ে

সিংড়ায় গাছ কাটার সময় প্রাণ গেল শিক্ষকের

  প্রতিনিধি ৮ মার্চ ২০২৫ , ৭:২৬:২১ প্রিন্ট সংস্করণ

সিংড়ায় গাছ কাটার সময় প্রাণ গেল শিক্ষকের

নাটোরের সিংড়ায় গাছ কাটতে গিয়ে গাছ চাপায় এক শিক্ষক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (৮মার্চ) দুপুর দেড়টার দিকে পুকুরপাড়ে গাছ কাটতে গিয়ে কর্তনকৃত গাছের আঘাতে মাসুদ (৩৪) নামে এক শিক্ষক নিহত হয়েছে। নিহত মাসুদ আলী বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রাক্তন শিক্ষক ও ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ের বর্তমান সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার বিয়াশ কারিগর পাড়ার মৃত আত্তাব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে দুই ভাইসহ মাসুদ তাদের বাগানে একটা ইউক্যালিপটাস গাছ কাটতে বাগানে আসে। গাছ কাটার শেষ পর্যায়ে মাটিতে পড়ার আগে প্রায় চার হাত গাছটি উপরে লাফিয়ে উঠে মাসুদের শরীরে সজোরে ধাক্কা দেয়।উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ডাহিয়া ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল হোসেন বলেন, এলাকায় সে ভালো মানুষ হিসেবে পরিচিত। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

Sponsered content