দেশজুড়ে

সিংড়ায় পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু 

  প্রতিনিধি ১৫ জুলাই ২০২৪ , ৭:৪৬:৩৮ প্রিন্ট সংস্করণ

সিংড়ায় পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

নাটোরের সিংড়ায় পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। পানিতে ডুবে ও চলন্ত অটোভ্যানের নিচে চাপা পড়ে পৃথক ঘটনায় মারা যায় তারা।

জানা যায়, বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে সুমাইয়া খাতুন নামে ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে সিংড়া উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের আঁচলকোট গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সুমাইয়া ওই এলাকার ইয়াকুব আলীর মেয়ে।

অপরদিকে বিকেল সাড়ে চারটায় কলম ইউনিয়নের কালিনগর গ্রামে অটোভ্যানের নিচে চাপা পড়ে মো. শিহাব নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে কালিনগর ভাটোপাড়ার জানু ইসলামের ছেলে।

সিংড়া থানার ওসি আবুল কালাম পৃথক ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এসব বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। 

আরও খবর

Sponsered content