দেশজুড়ে

সিংড়ার প্রবীণ আইনজীবী হারুন অর রশিদের ইন্তেকাল

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৪ , ৫:১৯:৩৯ প্রিন্ট সংস্করণ

সিংড়ার প্রবীণ আইনজীবী হারুন অর রশিদের ইন্তেকাল

নাটোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিংড়া জামিয়া ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসার সভাপতি, বর্ষীয়ান সমাজসেবক ও প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট হারুন অর রশিদ ইন্তেকাল করেছেন। 

মঙ্গলবার রাত ১২টায় রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এডভোকেট হারুন অর রশিদ সিংড়া পৌর শহরের সরকারপাড়া মহল্লার বাসিন্দা। স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭৩ সালে ১ম জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

আজ বুধবার বাদ আসর সিংড়া দমদমা মাদ্রাসায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content