রাজশাহী

গণিত অলিম্পিয়াড ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ বাউয়েট শিক্ষার্থী সৌরভ

  প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২২ , ৬:৪২:৫৪ প্রিন্ট সংস্করণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ায় অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর শিক্ষার্থী ১৩তম জাতীয় আন্ডারগ্র্যাজুয়েট গণিত অলিম্পিয়াড-২০২২ এ অষ্টম স্থান অর্জন করে ঢাকায় অনুষ্ঠিতব্য ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছেন। গত শনিবার (২৬ নভেম্বর) বাউটের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় গত শুক্রবার বাংলাদেশ গণিত সমিতি ও এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রাজাশাহী বিশ^বিদ্যালয়ে গণিত বিভাগের সহযোগিতায় আয়োজিত রাজশাহী অঞ্চলে ১৩তম জাতীয় আন্ডারগ্র্যাজুয়েট গণিত অলিম্পিয়াড-২০২২ এ অংশগ্রহণ করে বাউয়েট এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সৌরভ অষ্টম স্থান অর্জন করে । সেখানে রাজশাহী অঞ্চলের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থী এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। ফাইনাল রাউন্ডের জন্য বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। বাউয়েট এর শিক্ষার্থীদের টিমের সমন্বয়কারী ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং প্রভাষক মাসুদার রহমান।
বাউয়েটের শিক্ষার্থী সৌরভের এ অর্জনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল ।

 

 

আরও খবর

Sponsered content

Powered by