রাজশাহী

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালন

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৩ , ৪:২০:১৩ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জে সোমবার সকালে জাতীয় সমাজসেবা দিবস পালন উপলক্ষে প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর নেতৃত্বে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করে।

এস,এম আল আমিন,সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই প্রদিপাদ্যকে সামনে রেখে ২ জানুয়ারী ২০২৩ সোমবার সকাল ১০ টায় সিরাজগঞ্জ রায়পুর সরকারি শিশু পরিবারের মাঠে জেলা প্রশাসন, সমাজ সেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। র‌্যালী প্রদক্ষিণ শেষে রায়পুর সরকারি শিশু পরিবারের হল রুমে সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ জেলা সমাজ কল্যান পরিষদের সহ সভাপতি গাজী ফজলুল মতিন মুক্তা, এনডিপির নির্বাহী পরিচালক আলাউদ্দিন খান প্রমূখ। এছাড়া বেসরকারী সংস্থা সুক এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, হিজড়া সংগঠন অগ্রগামী‘র সাধারণ সম্পাদক পায়েল বক্তব্য রাখেন। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মতিয়ার রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন সেবা মুলক কার্যক্রমের উন্নয়নের চিত্র তুলেধরে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম। এসময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা, বেসরকারী সংস্থা এমডিও এর নির্বাহী পরিচালক মাছউদ আহমেদ রোকনী, এমডিপি এর নির্বাহী পরিচালক মোঃ আসলাম সেখ, পরিবর্তন এর নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক রাজু, আরডিও নির্বাহী পরিচালক রেহেনা খাতুন, মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থার প্রতিনিধি মোঃ আরশাদ হোসেনসহ সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বেসরকারী সেবামুলক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

 

 

 

 

 

 

আরও খবর

Sponsered content

Powered by