প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৩ , ৭:১৬:৪৯ প্রিন্ট সংস্করণ
এস.এম আল আমিন,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্দ্যেগে জেলা বাসীর পক্ষ থেকে সাবেক মন্ত্রীপরিষদ সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান মনোনিত হওয়ায় কবির বিন আনোয়ার অপুকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকেলে শহরের মুক্তির সোপান শহিদ মিনার প্রাঙ্গনে জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান এর সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ^াস, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট বিমল কুমার দাস, হাজী ইসহাক আলী, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, রায়গঞ্জ তাড়াশ এর সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজ ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী। এসময় জেলা আওয়ামীলীগের বিভিন্ন অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। গণসংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক এহসান হোসেন।