দেশজুড়ে

সিরাজদিখানে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

  শিশির মন্ডল ২৬ জানুয়ারি ২০২৫ , ৪:৪০:১২ প্রিন্ট সংস্করণ

চিত্রকোট শেখরনগর ইউনিয়নের কালিপুর ও বরাম এলাকার নিরীহ মানুষকে হুমকি ধমকি,নিজের প্রভাব খাটিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হয়রানি করার প্রতিবাদে মো. সায়েম খানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

আজ রোববার ( ২৬ জানুয়ারী) বেলা ১১ টায় শেখরনগর বরাম বাজার এলাকায় এই মানববন্ধন করে চিত্রকোট শেখরনগর কালিপুর ও বরাম এলাকার সকল শ্রেনীর জনসাধারণ। মানববন্ধনে এলাকাবাসী বলেন, আমরা বছরের পর বছর ধরে চিত্রকোট শেখরনগর ইউনিয়নের কালিপুর ও বরাম এলাকায় বসবাস করি। আমাদের অন্য কোথাও যাওয়ার মতো যায়গা নেই।

কালিপুর গ্রামের মো. রশিদ খানের ছেলে মো. সায়েম খান ঝিলম তার প্রভাব খাটিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নিরীহ মানুষদের মামলা হামলা হয়রানী করে আসছেন। তার লোকজন এলাকার দালালদের মাধ্যমে অনৈতিকভাবে একজনের বিরুদ্ধে আরেক জনের মারপিট হামলার ঘটনা ঘটায়। মো. সায়েম খানের কথা না শুনলে মিথ্যা মামলা দেন সাধারণ মানুষের নামে।

গোপালপুর ভায়েরচর এলাকার বাসিন্দা মাফুজা বলেন, আমার ছোট ভাই তোফাজ্জল দেওয়ান ফ্রেসকোম্পানী ও সান কোম্পানীর ডিস্ট্রিবিউটর তাকে গত ২০ জানুয়ারি মো. সায়েম খানের লোকজন মারধর করে তার কাছ থেকে ৬লক্ষ ৪০ হাজার টাকা লুট করে নেয়। আমি প্রশাসনের কাছে বিচার চাই।

চিত্রকোট গ্রামের রিয়াজ মাহমুদ মান্নান বলেন, মো. সায়েম খান তার প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসী কায়দায় অস্থিতিশীল পরিস্থিতির সৃস্টি করছেন। এলাকার নিরীহ জনগনের মধ্যে মারামারি বাধিয়ে পরে তারা আমাদের হয়রানি মূলক মামলা দিয়েছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মানববন্ধনে অন্যদের মধ্যে রিয়াজ মাহমুদ মান্নান,মো. মনির হোসেন দেওয়ান,মো. আজাহার,আবু বক্কর সিদ্দিক,মো. কবির হোসেন,মো. শাহজাহান,মো. বাচ্চু শেখ,মাহফুজা প্রমুখ বক্তব্য দেন।

আরও খবর

Sponsered content