প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৪ , ৪:৫০:১৯ প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ সিরাজদিখানইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ স্মরণসভা ওসাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামাল হোসেনের মিঞার সভাপতিত্বে এবং ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকআব্দুস সামাদের সঞ্চালনায বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছাত্র-জনতা আহত ও পঙ্গু হয়েছেন। তাই তাদের জীবন আর রক্ত বৃথা যেতে দেব না। মুক্ত বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন আঁকড়ে না ধরে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামবো। তবুও খুনিদের আর বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না।
এসময় উপস্থিত ছিলেন-বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ সিরাজদিখানের সন্তান মোস্তফাজামান সমুদ্রের মা মাসুদা জামান,সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান মিলন, সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মাসুম অর রশিদ, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজমূল হোসেন,ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপু,আবুল কালাম আজাদ, আব্দুর রহমান রিপন,ছাত্র সমন্ময়ক রাতুল হাসান শান্ত,শিক্ষার্থী আঞ্জুম ইসলাম তোহা,সাওফা প্রমুখ।
স্মরণসভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।