ঢাকা

মুকসুদপুরে লকডাউন অমান্যকারী ১২ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা 

  প্রতিনিধি ২২ জুন ২০২১ , ৯:১২:০১ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে মহামারী করোনা (কোভিড-১৯) ভাইরাসের সংক্রমণ ভয়াবহ রুপ ধারন করার কারনে মুকসুদপুর উপজেলায় ৭ দিনের (২২–৩০ জুন) কঠোর লকডাউন ঘোষণা করেছে মুকসুদপুর উপজেলা প্রশাসন।
লকডাউন ঘোষণার ১ম দিনে সদরের প্রধান প্রধান সড়কে ও প্রতিটি মহল্লার সড়কের মুখে বাঁশ বেধে সকল প্রকার যানবাহন প্রবেশে বিধিনিষেধ অরোপ করা হয়েছে । শুধু মাত্র রুগি বহনকারী অ্যাম্বুলেন্সকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে । তবে ওষুধের দোকান খোলার নির্দেশনা রয়েছে।
।ঘোষিত লকডাউনের ১ম দিনে মুকসুদপুর পৌরসভা, মহারাজপুর বাজার, বনগ্রাম বাজার ও বাটিকামারী বাজারে অভিযান পরিচালনা করে লকডাউনের আইন অমান্যকারী ১২ জনকে মোট ১৩ হাজার ৫ শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জোবায়ের রহমান রাশেদ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসমত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুবকর মিয়া উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনের প্রথম দিনে মুকসুদপুর সহ গোপালগঞ্জ জেলা পুলিশকে কঠোর অবস্থান নিতে দেখা গেছে।

আরও খবর

Sponsered content

Powered by