প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২১ , ৩:৫৮:৩৪ প্রিন্ট সংস্করণ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সিরাজদিখানের মধ্যপাড়ায় অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল করিম শেখ। গতকাল শনিবার বেলা ১১টায় মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে প্রায় ৪০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল করিম শেখ, মধ্যপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার,মুক্তিযোদ্ধা কামাল পাশা খান,সিদ্দিক কান, ইদ্রিস আলী, সিরাজ খান,ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান, আবুল হোসেন, মোঃ আলমগীর শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।