আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলায় ৬৪ বেসামরিক নিহত: জাতিসংঘ

  প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২২ , ৫:৪২:২২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ইউক্রেনে এখন পর্যন্ত ২৪০ জন বেসামরিক হতাহতের কথা জানিয়েছে জাতিসংঘ। আহতদের মধ্যে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন।

জাতিসংঘের ত্রাণ সংস্থা এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় কার্যালয় জানায়, ২৬ ফেব্রুয়ারি ৫টা পর্যন্ত মানবাধিকার কার্যালয় অন্তত ৬৪ জন নিহতসহ ২৪০ জন বেসামরিকের হতাহতের খবর জানিয়েছে।

এতে আরো বলা হয়েছে, প্রকৃত হতাহতের সংখ্যা আরো বেশি হতে পারে। বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কয়েকহাজার মানুষ বিদ্যুৎ বা পানিবিহীন অবস্থায় রয়েছেন। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করেছে কয়েকশ’ বাড়ি। সেতু ও সড়ক কামানের গোলায় ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে বাজারের সঙ্গে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে এরইমধ্যে ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন এবং ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন।

আরও খবর

Sponsered content

Powered by