চট্টগ্রাম

সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকতে ২০ ঘন্টা পর স্কুল শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

  প্রতিনিধি ৬ জুলাই ২০২৩ , ৫:১২:৩১ প্রিন্ট সংস্করণ

কামরুল ইসলাম দুলু. সীতাকুণ্ড(চট্টগ্রাম) :

 চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক স্কুল শিক্ষার্থী 

মেহেদী হাসান (১৬) এর মৃতদেহ ২০ ঘন্টা পর উদ্ধার কর হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার সময় স্থানীয় জেলেরা লাশটি উদ্ধার করে। এর আগে বুধবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সাগরের উদ্ধার অভিযান চালিয়েও লাশের সন্ধান পাইনি। বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলেরা সাগরে মাছ ধরতে গেলে জোয়ারের পানিতে ডুবে যাওয়া স্থান থেকে প্রায় ২শত মিটার দুরে শরীরের অর্ধেক মাটিতে পুতা আবস্থা থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম বাহার।  বুধবার (৫ জুলাই)  দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন মেহেদী হাসান নামে কুমিল্লা সদর দক্ষিণ থানার সাতরা এলাকার ওমর ফারুকের পুত্র ও কুমিল্লা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম এবং নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ পর্যটকের সন্ধানে সাগরে তল্লাশি চালায়। জানা যায়, কুমিল্লা থেকে ১৪ জনের একটি পর্যটক দল সকালে উপজেলার গুলিয়াখালী সীবীচে বেড়াতে আসে। তারা দুপুর সাড়ে ১২ টার সময় সাগরে গোসল করতে নামে। এসময় সাগরের জোয়ারের শ্রোতে মেহেদী হাসান পানিতে তলীয়ে যায়। 

আরও খবর

Sponsered content

Powered by